12/13/2013

:::::এবার মুক্তি নিন The file directory is corrupted and unreadable সমস্যা থেকে::::::

By : Unknown
On : 6:13 am

আমাদের জীবনে চলার পথে আমাদের প্রতিনিয়ত নানা রকম সমস্যার সম্মুখিন হতে হয়,আবার একসময় এসব সমস্যার সমাধান ও খুঁজে পাই। তেমনি আমরা যখন আমাদের সখের কম্পিউটার ব্যাবহার করি তখনও আমাদেরকে নানা রকম সমস্যার সম্মুখিন হতে হয়,আর যখন আমরা এসব সমস্যায় পড়ি তখন আমরা কিছু  না বুঝে মাঝে মাঝে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, আবার কেউ কেউ ছুঁটে যায় কম্পিউটার সার্ভিসিং সেন্টারে। আসলে আমরা ইচ্ছা করলেই কিছু কিছু সমস্যার সমাধান বাড়িতে বসেই করতে পাড়ি J তো চলুন আমরা আজকের সমস্যার সমাধান করার চেষ্টা করি====>

ধরূন আপনার কম্পিউটারে চারটা ড্রাইভ আছে c,d,e,f এখন আপনি e ড্রাইভ এ প্রবেশ করতে চাচ্ছেন কিন্তু প্রবেশ করতে পারচ্ছেন না,আথবা ধরূন আপনার e drive এর under এ একটি important  file রয়েছে কিন্তু The file directory is corrupted and unreadable কম্পিউটার আপনাকে এই মেসেজটি দিচ্ছে।তখন আমরা কি করবো???


আমরা প্রথমে start menu তে ক্লিক করবো তারপর run এ যাবো টাইপ করবো CMD
ধরূন আমাদের I drive problem হয়েছে তো আমরা লিখবো CHKDSK/f i:
আবার যদি আমাদের e drive এ সমস্যা হয় তাহলে লিখবো CHKDSK/f e:



At a glanceè click on start =>Run =>cmd =>chkdsk/f I:  

0 মন্তব্য সমূহ:

Post a Comment