1/19/2014

===উইন্ডোজ XP ইনস্টল করার নিয়মাবলী===

                               
আসসালামুআলাইকুম…. আজকে আমি উইন্ডোজ XP ইনস্টল করার পদ্ধতি নিয়ে আলোচনা করবো।
Windows xp এটি কি?
Windows xp এটি একটি অপারেটিং সিস্টেম।বহুল ব্যাবহৃত অপারেটিং সিস্টেম যেমন:
  1. Ms Windows (95/98/2000/Me/xp/vista/07/8 ইত্যাদি)
  2. Mac OS
  3. Linux(Redhat,Fedora,Ubuntu ইত্যাদি)
অপারেটিং সিস্টেম কী?
ইংরেজি operate শব্দটির আভিধানিক অর্থ পরিচালনা করা।অপরদিকে system এর আভিধানিক অর্থ পদ্ধতি।কম্পিউটার বিঙ্গানে অপারেটিং সিস্টেম বলতে কম্পিউটার পরিচালনার পদ্ধতিকে বুঝিয়ে থাকে।কোন কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে সফ্ট্যওয়ার বা প্রোগ্রাম দিয়ে নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য যে সফ্ট্যওয়ার অর্থাৎ পোগ্রাম বা পোগ্রাম সমষ্টি ব্যবহৃত হয় হয় ঐগুলোকে একসাথে বলা হয় অপারেটিং সিস্টেম(operating system সংক্ষেপে OS)।অপারেটিং সিস্টেম ছাড়া কোন কম্পিউটারই চালু করা যায় না।

1/06/2014

***নিয়েনিন একটি ভালোমানের ভিডিও কনভার্টার***



আসসালামুআলাইকুম.......আজকে আমি আপনাদেরকে একটি ভিডিও কনভার্টারের সাথে পরিচয় করিয়ে দিবো।।।আমরা যখন কম্পিউটারের কোন ভিডিও ফাইল আমাদের মোবাইলে দেখার চিন্তা করবো তখন আমাদের প্রথম যে জিনিসটি প্রযোজন হবে সেটি হলো কনভার্টার।।কারন আমাদের কম্পিউটারে যে ভিডিও গুলো আমরা দেখে থাকি সেগুলোর বেশির ভাগই উচ্চ রেজুলেশন বা High Definition (H.D) এর ভিডিও হয়ে থাকে।আর এখন আমরা যদি এই ফাইল গুলো সরাসরি আমাদের মোবাইলের মেমোরিতে দেই তাহলে কিন্তু তা আমরা দেখতে পারবোনা...(হাই কনফিগারেশন ফোন গুলোতে HD ভিডিও সাপোর্ট করে।।)এটি দেখতে হলে প্রথমে আমাদেরকে এটি মোবাইলে দেখার উপযোগি করে নিতে হবে,আর এ কাজটির জন্য আমরা একটি কনভার্টারের সাহায্য নিবো।।এ কাজটি করার জন্য অনেক রকম কনভার্টার পাওয়া যায়,তো আমি আজকে Allok 3GP PSP MP4 iPod Video Converter নিয়ে আলোচনা করবো।এটি ফুলভার্সন ও অনেকগুলো ফিচারযুক্ত।।