ঙ্গান বিতরনে কমে না বরং বিতরনে বাড়ে,আমাদের লক্ষ্য আমাদের সল্প ঙ্গানকে সকলের মাঝে বিলিয়ে দেওয়া,তাতে যদি এক জনেরও উপকার হয় তাতেই আমাদের কষ্ট সার্থক হবে।।।
আমরা কমবেশি সকলেই কম্পিউটারের মাধ্যমে আমাদের
অবসরের অনেকটা সময় কাটিয়ে থাকি,আবার কেউ
কেউ সারা দিন কম্পিউটারে বসেই কাটিয়ে দেয়।আমরা যে এতটা সময় কম্পিউটারের মনিটরের
দিকে তাকিয়ে থাকি,তাতে কিন্তু আমাদের চোখর অনেক ক্ষতি হতে পারে।কারন কম্পিউটার মনিটর
থেকে প্রতিনিয়ত নির্গত হচ্ছে গামা রশ্মি যা আমাদের চোখের জন্য সত্যিই অনেক
ক্ষতিকর।। আর এজন্য আমাদের উচৎ কিছু নিয়ম মেনে চলা,যেমন ধরূন কিছুক্ষন পর পর
অন্যদিকে তকিযে থাকুন,তারপর একভাবে মনিটরের দিকে থাকবেন না,চোখের পাতাটি একটু পর
পর নাড়ান এতে আপনার চোখ আনেকটা আরাম পাবে,এটি আমার কাছে অনেকটা কম্পিউটার রিফ্রেস
করার মত মনে হয় :D।।।
তো বন্ধুরা আমরা এরকম একটি সফ্টওয়্যার নিয়ে আলোচনা
করবো যা আমাদের স্থানীয় সময়ের সাথে সাথে পরিবর্তন হবে এবং আমাদের চোখকে অনেকটা
আরাম প্রদান করবে।।। এটি আসলে সময়ের সাথে পরিবর্তিত হবে,তাই বলে ভাইবেন না যে এটি
একাকাই আপনার পরিবেশের সময়ের সাথে পরিবর্তন হবে... এজন্য
আপনার কম্পিউটারের সময় ঠিক থাকতে হবে।আপনার কম্পিউটারের সময় যদি ঠিক না থাকে তাহলে
আমার দেখানো পদ্ধতি অনুযায়ী ঠিক করে নিন।।এজন্য প্রথমে আপনার কম্পিউটারের
টাস্কবারের ডানদিকে একটি ঘড়ি
আছে ঐখানে ক্লিক ডাবল ক্লিক করলে আপনার সময় ঠিক করার একটি অপশন পাবেন
আপনার সময় ঠিক করে নিন।তার পর Time
zone থেকে
(GMT+06.00) Astana,Dhaka সিলেক্ট করূন ।এবার Internet Time থেকে আপনার সময়
আপডেট করে নিন।
আর যদি দেখেন যে আপনার সময় কোভাবেই ঠিক হচ্ছে না তখন
আপনার মাদার বোর্ডের বায়স এর cmos Battery
টা খুলে চেক
করূন যদি তা নষ্ট হয়ে যায় তাহলে নতুন একটি Battery লাগান।তাহলে
আপনার সময় সবসময় ঠিক থাকবে।।
এবার আমরা আমাদের সফ্টওয়্যার টি নিয়ে কাজ করবো।
আমাদের এই মুল্যবান software টির নাম Flux প্রথমে এটি ডাউনলোড করে নেই।
এর পর অনান্য সফ্ট্যওয়ার এ মতই install করি।তারপর change setting
এর পর অনান্য সফ্ট্যওয়ার এ মতই install করি।তারপর change setting
থেকে change
এ ক্লিক করি ।এবার location এ ক্লিক করে আপনার লোকেশন সার্চ করূন চিএে দেখানো নিয়ম অনুসারে
এবার আপনার লোকেশন
এর address টি copy করে
নিন ।এবং location এ গিয়ে
পেস্ট করূন।।।।।
আজ এখানেই শেষ করছি.... আগামীতে আরো ভালো পোস্ট দেওয়ার চেষ্টা করবো।।।।।।।।।।।।।।।।।।।।
0 মন্তব্য সমূহ:
Post a Comment