12/21/2013

***এবার Youtube এর ভিডিও ডাউনলোড করূন খুব সহজে***

By : Unknown
On : 1:49 am


ঙ্গান বিতনে কমে না বরং বিতনে বাড়ে J আমাদের লক্ষ্য আমাদের সল্প ঙ্গানকে সকলের মাঝে বিলিয়ে দেওয়া,তাতে যদি এক জনেরও উপকার হয় তাতেই আমাদের কষ্ট সার্থক হবে।।।
তো বন্ধুরা আমরা আজকের টিউটোরিয়াল নিযে একটু আলোচনা করি,
J আমারা কম বেশি সকলেই বিনোদনের জন্য নানা রকম ভিডিও,অডিও গান শুনে থাকি,আর এ ভিডিও গান ডাউনলোড এর জন্য You tube আনেক জনপ্রিয় একটি সাইট,এটি আমরা কম বেশি সবাই জানি।এখানে আমরা আমাদের পছন্দের ভিডিও দেখার পাশাপাশি এগুলো ডাউনলোড করে রাখতি পারি।। কিন্তু আমরা সমস্যায় পড়ি যখন এটি ডাউনলোড করতে যায় :ডি আমার মনে আছে আমি যখন প্রথম ইন্টারনেট সংযোগ নেই আমার পিসিতে You tube এর একটা ভিডিও ডাউনলোড করতে গিয়ে কত রকম সমস্যার সম্মুখিন হতে হয়েছে :D আপনার পিসিতে You tube এর ভিডিও গুলো চালানোর জন্য আপনার Adobe flashplayer নামের একটি application এর সাহায্য নিতে হবে,এটি পাবেন http://get.adobe.com/flashplayer  ç এখানে । তারপর যখন আমি Adobe flashplayer ইনস্টল কোরলাম,তারপর এটি ডাউনলোড করতে পারছিলাম না :P তারপর আমি একটি অসাধারন ডাউনলোড ম্যানেজার এর খোঁজ পেলাম Internet Download manager(IDM) এটির সাহায্যে আপনারা খুব সহজেই You tube এর ভিডিও গুলো ডাউনলোড করতে পারবেন।।। এটি ডাউনলোড করা থাকলে ভিডিও দেখার সময় এটি আপনার স্ক্রিনে ডাউনলোড করার জন্য একটি অপশন দিয়ে দিবে।।।

**** এবার কিছু বিশেষ ট্রিকস এর সাহায্যে আমরা বিভিন্ন ফরমেটে এ ভিডিও গুলো ডাউনলোড করবো :ডি
1. ধরূন আমরা http://www.youtube.com/watch?v=M5rLwZ-0ljk <= এই ভিডিও টি ডাউনলোড করতে চাচ্ছি। এখন আমরা যদি http://www. এর পরে ss যুক্ত করে দেই তাহলে আমরা একটি নতুন সাইটে প্রবেশ করবো,আর এখান থেকে আমরা বিভিন্ন ফরমেটের ভিডিও ডাউনলোড করতে পারবেন।।।তো ss যুক্ত করার পর আমাদের লিংকটি হবে এরকম => http://www.ssyoutube.com/watch?v=M5rLwZ-0ljk
2.উপরের পদ্ধতির মতই আরেকটি পদ্ধতি আছে,এটি হলো আমরা আগে ss যুক্ত করছি এবার আমরা ঐ খানে 10 যুক্ত করবো তাহলে আমাদের লিংটি হবে এরকম http://www.10youtube.com/watch?v=M5rLwZ-0ljk   এখানেও আমরা ডাউনলোড করার জন্য আলাদা একটি সাইট পাবো
৩. এবার আমরা দারূন একটি সাইট এর সাথে পরিচিত হবো এখানে তারা ইউটিউব এর ভিডিও ডাউনলোড করার জন্য আমাদের কে অনেক রকম সুবিধা দিচ্ছে।।। সাইটি হলো www.mp3avi.com


আজ এখানেই শেষকরছি,আশাকরি সামনে আরো অনেক সুন্দর সুন্দর টিপস নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ ।।।।। 

0 মন্তব্য সমূহ:

Post a Comment