12/20/2013

***এবার নিজেই পোর্টেবল(Portable) করুন যেকোন সফ্টওয়্যারকে***

By : Unknown
On : 7:26 am


পোর্টেবল সফ্টওয়্যার বলতে আমরা বুঝি,যেসকল সফ্টওয়্যার ইনস্টল না করেই পিসিতে ব্যবহার করা যায় এবং পেনড্রাইভে নিযে অন্য যেকোন পিসিতে চালানো যায়।।
আমরা প্রায়ই বিভিন্ন সফ্টওয়্যার নেট থেকে ডাউনলোড করে ব্যাবহার করে থাকি, আমরা একটু চেষ্টা করলেই আমাদের প্রয়োজনীয় সফ্টওয়ারকে পোর্টেবল বানিয়ে পিসিতে ব্যবহার করতে পারি, আর একাজটি করতে আমাদের দরকার একটি ভালোমানের সফ্টওয়ার, আমি অনেক সফ্টওয়ার ব্যবহার করছি যেমর: P-Apps V1.0;
Cameyo-2.0.832(Portable); Cameyo-1.6.457; VMware_ThinApp_4.0.3_169725; Thinstall3.387; এগুলোর মধ্যে VMware_ThinApp_4.0.3_169725; Thinstall3.387 এটি আমার কাছে সবচাইতে ভালো লেগেছে
। আমরা thinstall ব্যবহার করে একাজটি করবো। এজন্য আমরা প্রথমে Thinstall আমাদের পিসিতে install করে নিব। তারপর ইনস্টল শেষে  ThinApp Setup Capture  চালু করূন।   আপনাকে এবার next চাপেত হেবএর মাঝে
উক্ত সফ্ট্যওয়ার আপনার কিম্পিউটারে কি কি সফ্টওয়ার ইনস্টল করা আছে তা স্ক্যান কের একটা
snapshot নিয়ে ফেলএবার খেয়াল করলে দেখবেন আপনাকে মিনিমাইজ করতে বলছে,এবার এটি minimize করে রাখুন।এবার আপনি যে সফ্টওয়্যারটি পোর্টবল করতে চান সেটি install করূন(আগে থেকে করা থাকলে হবে না) এবার ইনস্টল শেষহলে আপনার minimize করে রাখা program টি এবার maximize করে next করূন।এবার এটি আপনার আগের নেয়া snapshot থেকে বর্তমানে কি কি পরিবর্তন হয়েছে তা খুঁজে দেখবে।এবার আপনার install করা program টি ঠিক রেখে বাকি গুলোর টিক চিহ্ন উঠিয়ে দিন।এরপর next করতে থাকুন।এবার thinapps আপনার প্রোজেক্টটি সেভ করে নিবে।এবার next চেপে Build now বাটনে ক্লিক করূন।এবার Build up হয়ে গেলে Finish বাটনে ক্লিক করূন।আপনার পোর্টেবল ভার্সন এবার রেডি।
এফাইলটি পাবেন C:\Program Files\VMware\VMware ThinApp\Captures\ এখানে আপনি যে সফ্টওয়্যার পের্টেবল করেছেন তার নামে একটি ফোল্ডার তৈরী হবে।এর ভেতরে bin নামের একটি ফেল্ডার তৈরী হবে তার ভেতরেই পাবেন আপনার পের্টেবল ফাইল ।।
SERIAL: 1FW8H-F5865-4D5WU-TRQQH-2PULA
আথবা সিরিয়াল কী ডাউনলোড করূন এখান থেকে

বোনাস Cameyo-2.0.832(Portable)==>ডাউনলোড করতে এখানে ক্লিক করূন


At a glance=>






0 মন্তব্য সমূহ:

Post a Comment