12/24/2013

***আপনার এন্ড্রয়েড ফোনের জন্য নিয়ে নিন কিছু ভালো মানের এন্টিভাইরাস***




আসসালামুআলাইকুম… বন্ধুরা আপনারা কেমন আছেন?আশাকরি আপনারা সকলেই আনেক ভালো আছেন,আল্লাহর রহমতে আমিও ভালোই আছি।।।আমরা সকলেই জানি আধুনিক যুগ বিঙ্গান ও প্রযুক্তির যুগ,আজ আমরা প্রযুক্তির কল্যানে কতকিছুইনা করতে পারছি,তা আর বলে শেষকরতে পারবোনা।।।যতই দিনযাচ্ছে প্রযুক্তির কল্যানে আমরা ততই পরিচিত হচ্ছি নতুন নতুন পদ্ধতি ও আবিষ্কারের সাথে।আগে আমারা যেসকল কাজ কম্পিউটার ছাড়া করতে পারতামনা এখন আমরা সেসব কাজ আমাদের ব্যাক্তিগত ফোনের মাধ্যমেই করতে পারছি।।এখন বাজারে নানা রকম ফোন পাওয়া যাচ্ছে,আর ক্রেতাদের বেশির ভাগেরই লক্ষ্য থাকে এন্ড্রয়েড ফোনের দিকে..কারন আপনি জাভা,সিম্বিয়ান,উইন্ডোজ ফোনের চাইতে এন্ড্রয়েডে পাবেন অনেক সুবিধা।কারন এটি অনেক দ্রুত কাজ করে,এতে আপনি পাবেন অসংখ্য অ্যাপস,যা আপনার ফোন ইউজ করার ধারনাই পাল্টে দিবে।আপনি কম্পিউটারের অনেক কাজ এর মাধ্যমেই করে নিতে পারবেন।

12/22/2013

****আপনার কম্পিউটারের ডাউনলোড এবং আপলোড এর স্পিড দেখুন এবং সারা মাস/বছর মোট কত মেগা/গিগা ফাইল ডাউনলোড করলেন তা এবার আপনি নিজেই হিসাব রাখুন একটি সফ্টওয়্যারের সাহায্যে****


আসসালামুআলাইকুম..আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালোই আছেন।।।আজকে আমি একটি দরকারী সফ্টওয়্যার নিয়ে আলোচনা করবো।। আমরা যারা পিসিতে নেট ইউজ করি তাদের অবশ্যই ডাউনলোড ও আপলোড সম্পর্কে ধারনা আছে।আর আমরা সার্ভার থেকে কখন কত স্পিড পাচ্ছি তা জানার জন্য আমরা একটি থার্ডপার্টি সফ্ট্যওয়ারের সাহায্য নিবো।।

12/21/2013

***আপনার চোখের যত্নে ব্যাবহার করূন একটি অসাধারন সফ্টওয়্যার***


ঙ্গান বিতরনে কমে না বরং বিতনে বাড়ে,আমাদের লক্ষ্য আমাদের সল্প ঙ্গানকে সকলের মাঝে বিলিয়ে দেওয়া,তাতে যদি এক জনেরও উপকার হয় তাতেই আমাদের কষ্ট সার্থক  হবে।।। 

আমরা কমবেশি সকলেই কম্পিউটারের মাধ্যমে আমাদের অবসরের  অনেকটা সময় কাটিয়ে থাকি,আবার কেউ কেউ সারা দিন কম্পিউটারে বসেই কাটিয়ে দেয়।আমরা যে এতটা সময় কম্পিউটারের মনিটরের দিকে তাকিয়ে থাকি,তাতে কিন্তু আমাদের চোখর অনেক ক্ষতি হতে পারে।কারন কম্পিউটার মনিটর থেকে প্রতিনিয়ত নির্গত হচ্ছে গামা রশ্মি যা আমাদের চোখের জন্য সত্যিই অনেক ক্ষতিকর।। আর এজন্য আমাদের উচৎ কিছু নিয়ম মেনে চলা,যেমন ধরূন কিছুক্ষন পর পর অন্যদিকে তকিযে থাকুন,তারপর একভাবে মনিটরের দিকে থাকবেন না,চোখের পাতাটি একটু পর পর নাড়ান এতে আপনার চোখ আনেকটা আরাম পাবে,এটি আমার কাছে অনেকটা কম্পিউটার রিফ্রেস করার মত মনে হয় :D।।।

***এবার Youtube এর ভিডিও ডাউনলোড করূন খুব সহজে***



ঙ্গান বিতনে কমে না বরং বিতনে বাড়ে J আমাদের লক্ষ্য আমাদের সল্প ঙ্গানকে সকলের মাঝে বিলিয়ে দেওয়া,তাতে যদি এক জনেরও উপকার হয় তাতেই আমাদের কষ্ট সার্থক হবে।।।
তো বন্ধুরা আমরা আজকের টিউটোরিয়াল নিযে একটু আলোচনা করি,

12/20/2013

***এবার নিজেই পোর্টেবল(Portable) করুন যেকোন সফ্টওয়্যারকে***



পোর্টেবল সফ্টওয়্যার বলতে আমরা বুঝি,যেসকল সফ্টওয়্যার ইনস্টল না করেই পিসিতে ব্যবহার করা যায় এবং পেনড্রাইভে নিযে অন্য যেকোন পিসিতে চালানো যায়।।
আমরা প্রায়ই বিভিন্ন সফ্টওয়্যার নেট থেকে ডাউনলোড করে ব্যাবহার করে থাকি, আমরা একটু চেষ্টা করলেই আমাদের প্রয়োজনীয় সফ্টওয়ারকে পোর্টেবল বানিয়ে পিসিতে ব্যবহার করতে পারি, আর একাজটি করতে আমাদের দরকার একটি ভালোমানের সফ্টওয়ার, আমি অনেক সফ্টওয়ার ব্যবহার করছি যেমর: P-Apps V1.0;
Cameyo-2.0.832(Portable); Cameyo-1.6.457; VMware_ThinApp_4.0.3_169725; Thinstall3.387; এগুলোর মধ্যে VMware_ThinApp_4.0.3_169725; Thinstall3.387 এটি আমার কাছে সবচাইতে ভালো লেগেছে

12/13/2013

:::::কম্পিউটার বার বার Restart হলে করনীয়:::::


আনেক সময় আমাদের কম্পিউটার নিজ থেকেই পুনরায় চালু হয়,তখন নিশ্চয় আমাদের মেজাজ খুব ভালো থাকে না,মনে হয় কম্পিউটারটা ধরে একটা আছার দেই :@ আসলে বন্ধুরা রাগ হবার মত তেমন কিছু হয় নাই মাথা ঠান্ডা রাখেন J সমস্যা যখন আছে তার সমাধানও আছে।।।।।
এসমস্যা থেকে মুক্তি পেতে হলে প্রথমে আপনার desktop এর My comouter আইকন থেকে properties এ যান,এবার advanve এ ক্লিক করুন,এবার start up and recovery
অপশন থেকে setting এ ক্লিক করুন, এবার automatically restart অপশনটি আনচেক করেদিন।আশাকরি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।।।

:::::এবার মুক্তি নিন The file directory is corrupted and unreadable সমস্যা থেকে::::::


আমাদের জীবনে চলার পথে আমাদের প্রতিনিয়ত নানা রকম সমস্যার সম্মুখিন হতে হয়,আবার একসময় এসব সমস্যার সমাধান ও খুঁজে পাই। তেমনি আমরা যখন আমাদের সখের কম্পিউটার ব্যাবহার করি তখনও আমাদেরকে নানা রকম সমস্যার সম্মুখিন হতে হয়,আর যখন আমরা এসব সমস্যায় পড়ি তখন আমরা কিছু  না বুঝে মাঝে মাঝে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, আবার কেউ কেউ ছুঁটে যায় কম্পিউটার সার্ভিসিং সেন্টারে। আসলে আমরা ইচ্ছা করলেই কিছু কিছু সমস্যার সমাধান বাড়িতে বসেই করতে পাড়ি J তো চলুন আমরা আজকের সমস্যার সমাধান করার চেষ্টা করি====>

12/10/2013

***নির্দিষ্ট সময়ে বন্ধ করূন আপনার কম্পিউটার***


আসসালামুআলাইকুম…..বন্ধুরা আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালোই আছেনে ।এটি আমার প্রথম পোষ্ট,আশা করি কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।বন্ধুরা আশাকরি আপনারা পোষ্টের শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন